Tuesday, May 25, 2021

পাহাড়িয়া নুপুর

পাহাড়িয়া নুপুর 
... ঋষি 
বিশ্বাস শব্দটার ভিতর একটা ছুরি ঢুকে গেলে 
হঠাৎ বৃষ্টি নামে কোন পাহাড়ি নুপুরে, 
নিঃশ্বাস শব্দটার ভিতর যদি কোন একলা বিকেল বাসা বাঁধে
পাখিগুলো বাড়ি ফিরে আসে 
চলন্তিকা তুমি বারংবার প্রশ্ন রাখো 
যাতনা একা বাড়ে না কমে? 
.
যে ছবির ভিতর আমি নেই 
যে ছবির ভিতর আমি শুধু বারোয়ারী খেলাঘর, 
বিষের ব্যাথা, 
যে পথে মানুষ বাঁচে 
সেখানে মানুষ শব্দটায় মানুষই একা। 
.
চলন্তিকা তুমি লিখে ফেলো কুকুর, বেড়াল  সভ্য মানুষের গায়ে
তোমার মতো আমিও জানি 
মানুষ স্বার্থপর, মানুষকে ভুলে যায়, 
অজুহাত এটা নয় আমি তুমি ব্রাত্য
প্রশ্ন এটা আমরা মানুষের জাত তো ?
বিশ্বাস সেটা নয় যেটা ভেঙে ফেলা যায় 
বিশ্বাস সেটা যাকে মনে রাখা যায় 
জানি খাঁচার ভিতর অচিন পাখি কেমনে উড়ে যায় 
জানি একলা বিকেলে পাখির বাসায় আকাশ থেকে যায় 
তারপর নিঃশ্বাস 
না কোন শব্দ নয় 
একটা বিশ্বাস, আমি সেখানে পাহাড়িয়া ঘুম । 

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...