Tuesday, May 25, 2021

ঈশ্বর আর ভাস্কর্য



ঈশ্বর এবং ভাস্কর্য 
.. ঋষি 
দরিদ্র ভাস্করের হাতে অনিবার্য কৃপনতা
কবি লিখলেন ঈশ্বর তুমি মানুষের দরজা খুলে দাঁড়াও 
আরো একা হও, 
আরো একা এই চোখ, আরো একা এই বুক 
আর মারাত্নক মেঘ। 
.
সারা পৃথিবী জুড়ে ধেয়ে আসছে মারাত্নক জল 
জল যখন আকাশ ছুঁয়ে আসে 
তখন মহাপ্লাবন, ভেসে যাওয়া বুকে আজ হিংস্র আলাপন। 
আকাশের চাঁদ আরো কাছে আসে, ঢেকে যাওয়া মেঘ 
স্টিলের বাটি হাতে মানুষ গিয়ে দাঁড়ায় রিলিফের লাইনে, 
সময় এখানে ভিখারী করেছে
করেছে মানুষকে ব্রাত্য। 
.
কবি আবার লেখেন 
তুমি আকাশের কথা লেখো, লেখো অহংকারী শব্দে তোমার বেঁচে থাকা
মানুষের হেরে যাওয়াগুলো এই শহরের বুকে ঈশ্বর। 
আমি ঈশ্বর  দেখিনি 
শুধু বুকের স্থাপত্যে এক ঘেয়ে চলতে থাকা হাতুড়ি, ছেনি
মাথার ভিতর ক্রমাগত একটা ঘর অন্ধকার।
কবি লিখলেন 
মানুষ তুমি প্রকৃতির কাছে অসহায় 
মানুষের তুমি ঈশ্বরের কাছে অসহায়।
ঈশ্বর  তোমাকে ভিখারী করেছে
দাঁড় করিয়েছে তুমুল জলপ্লাবনের সামনে
অথচ আমি খুব সাধারণ, 
ঈশ্বর  দেখিনি 
দেখেছি মানুষ আর দেখেছি সময়ের ঈশ্বরের রুপ। 


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...