Wednesday, May 26, 2021

রেসিপি

রেসিপি
... ঋষি 
অনবদ্য সময়ের অসুখ, কবির অসুখ 
সেই মেয়েটার সাথে একলা বাস কবির, মেঘবালিকা 
মেঘের কবিতা, 
আজ তুমি বৃষ্টি দিনে খিঁচুড়ি বানিয়েছো, সাথে পাঁপড়
তোমার গা ভর্তি ধুলো 
কবিতার পাতা ছড়ানো, ধুলো, ধুলো,ধুলো
.....  শব্দ। 
.
স্নান নেই কবির 
সারা গায়ে ব্যাথা,মাথা ভার, কবির গা গরম, 
সামনে দাঁড়িয়ে নার্স 
ঠিক তোমার মতো দেখতে, 
বুকের ব্যাথাটা বাড়ছে, সাথে ডিসপ্রিন আর ক্যালপোল
আর ভাবছে বেঁচে থাকলে মেঘেদের বইটা কিনতে হবে।
.
 কবির এখন মুখ তেতো 
তবুও কবির জিভের নোনতা স্বাদ, 
সামনে দাঁড়িয়ে সেই নার্স আর নরম, গরম খিচুড়ি । 
দারুন সময় এখন 
কবি আর সেই মেয়েটা মেঘবালিকা 
আর কেউ নেই 
কবি এবার মুখ ধুয়ে নেবেন  আকাশের জ্যোৎস্নায় 
তারপর লিখতে বসবেন কলম আর মনখারাপ, 
একটা রেসিপি
যেখানে মিলেমিশে মেঘবালিকা,চলন্তিকা
আর একটা অনবদ্য কবিতা তুমি । 


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...