Tuesday, May 25, 2021

ধুকপুক

ধুকপুক 
..ঋষি 
যখন আর কিছু থাকবে না
তখনো ভালোবাসা থাকবে আর থাকবে ভালোবাসার কবিতা,
যখন পৃথিবীতে কেউ থাকবে না 
থাকবে না বুকের যন্ত্রনায় ফাঁকা ঘর দোষ 
তখন তুমি থাকবে 
আর থাকবে বুকের পাশে একটা আফসোস। 
.
যখন কোন শব্দ থাকবে না
পৃথিবী থেমে যাবে পিন ড্রপ সাইলেন্ট 
তখনো কবিতা থাকবে, আর থাকবে নিশব্দ এগ্রিমেন্ট
একার ঘর 
নিজের বাসর 
আর তুমি আমার সেন্টিমেন্ট। 
.
সবকিছু ফাঁকা হয়ে যায় 
সব পাখি বাড়ি ফিরে আসে 
দেওয়ালে হেলান দেওয়া চেতনার ঘর 
আর তুমি শুধু বেঁচে থাকা, একা নির্ভর। 
জানি যখন কিছু থাকবে না 
তখনো ভালোবাসা থাকবে আর থাকবে জমানো কিছু সময় 
জানি যখন তুমি আর ডাকবে না
তখনো আমার এই কবিতা থাকবে আর থাকবে কবিতায় আমার তুমি। 
ভালোবাসা বেওয়ারিশ হলে 
নিজেই মরে যায় 
আর যদি তোমার মতো হয় 
তবে বেঁচে থাকবে 
আমার একলা বুকে লুকোনো ধুকপুকে।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...