Wednesday, May 26, 2021

ভালোবাসা গাছ

ভালোবাসা গাছ 
.. ঋষি 
সময়ের কোন বর্তমান নেই 
একটা গাছ একলা দাঁড়িয়ে স্বপ্ন বুনে যায়, 
ছেলেটার কোন ভবিষ্যত নেই 
একটা জীবন ফাঁকা ফুটপাতে, পুরনো সেই ভাত কুঁড়িয়ে 
একলা হেঁটে যায়।
শোনা কথা 
মেয়েটা ভালো নেই 
সব সিঁদুর গাঁথা, আকাশ পানে লুকোনো সেই রুপকথা,
মেয়েটা নিয়ন করে সিন্দুকে ঢোকে
পুরনো ভিজে চিঠি আর সময়ে মাথা খোঁটে,
দিকনির্ভর 
মেয়েটা নিয়ন করে বেঁচে ওঠে। 
সময়ের কোন অতীত নেই 
আছে স্মৃতি, 
মেয়েটার হাতে অনেক পুরনো স্বপ্নে লেখা চিঠি 
যাতে লেখা দেখা হবে। 
কে লিখেছে?  কেন লিখেছে?  কাকে লিখেছে? 
এসব পুরনো কথন 
একটা গাছ একলা দাঁড়িয়ে আকাশে মাথা রেখে 
সত্যি কথন। 
সময়ের কোন ভবিষ্যত নেই 
প্রেম তাই মৃত্যুর থেকেও নিঁখুত 
ছেলেটা ভাত খেলো কিনা?  মেয়েটা চিঠি লিখলো কিনা? 
এসব জানতে চাই না
শুধু জানতে চাই এটা কি গাছের কবিতা
তবে কি ভালোবাসা গাছ কিনা? 


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...