Saturday, June 10, 2023

সাম্রাজ্যবাদ

 সাম্রাজ্যবাদ 

... ঋষি 


সেই গল্পটা লেখা বাকি রয়ে গেলো 

এক যে ছিলরাজা আর ছিল এক রানী 

সেই জীবনটা বাঁচা বাকি রয়ে গেলো 

আর ছিল তার হাতিশালে হাতি ,আস্তাবলে ঘোড়া 

এক রাজার মৃত্যু হলো 

সময় লিখলো এক সাম্রাজ্য অনবরত রক্তক্ষরণে। 

.

কে বুঝলো ?

কি বুঝলো ?

মানুষের ঘর বড্ড সময় নির্ভর ,

আমি দক্ষিণের জানলা খুলে দিলাম 

সামনে বিশাল সাগর ,সাগরের ছোট ছোট নৌকো যেন স্বপ্ন 

দূরে লাইটহাউস 

একটা বাস্তব যেন কবিতার পাতায় জীবন বিক্রি করছে। 

.

সেই গল্পটা আমাদের ছিল না 

কলমের নিবে রক্তফোঁটা অসময়ের বৃষ্টির মতো আমাকে ভাসালো ,

সেই গল্পটার একটা সাম্রাজ্য ছিল এক  ভীতু রাজার 

সেই গল্পটার সাম্রাজ্যে কোনো আগুন ছিল না 

সকলেই ছিল তৃণভোজী ,

হঠাৎ এক আগুন ছুটে এলো দক্ষিণের জানলা দিয়ে 

আছড়ে পড়লো সারা কবিতার খাতায় 

সাম্রাজ্য ধ্বংস হলো 

রাজার মৃত্যু হলো 

আর কবি লিখলেন সময়ের থেকে বড় সাম্রাজ্যবাদী কেউ না

আর সময়ের থেকে মিথ্যে কেউ না। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...