Saturday, June 24, 2023

পাথর হয়ে যাবো


 যদি যেতে হয় যাবো 

কিন্তু বিশ্বাস করো একা যাবো না 

গীতবিতানের পাতা ছিঁড়ে কবিতার শব্দে মানবিকতায়

নিশ্চয় যাবো ,

আমার কোনো ঈশ্বর নেই তুমি ছাড়া 

সময় বদলাবে 

নেশাখোর ঝিঁমমারা কবিতার শব্দে সব ফেলে যাবে  

অবশিষ্ট পরে থাকবে  পাথর 

তবে নিশ্চয় আমি পাথর হয়ে যাবো। 


                                                             ... ঋষি 


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...