Thursday, June 29, 2023

রিমাইন্ডার

 

হঠাৎ এই শহর  শাসন করছে  স্মৃতি

বুকের উপর ধড়ফড় করে উঠে বসছে ১৪৪ ধারা 

সময়ের আড়ালে প্রেমিকার গভীরে ব্যালটে আঙ্গুল রাখতেই ফুটে উঠছে 

" রিমাইন্ডার "

অফিস ফেরত শহরের বাতাসে প্রেমিকার ঠোঁটের স্পর্শ 

সাংবিধানিক পরিচয় ক্রসফায়ার। 

.

সঙ্গমের পরে সুশাসন একটা ইতিহাস জানি 

ফোনের গোপন ওটিপিতে রাখা নির্ভেজাল কিছু মুহূর্ত ,

দেশ যখন অরাজকতার কবলে 

তখন চেঙ্গিসখানের লাশের মতো গুম হয়ে গেছে প্রতিবাদ ,

বাতাসে শুধু সময়ের টান 

নির্দ্বিধায় বলতে পারি বারুদের যোনিতে জন্ম নিচ্ছে পুরোনো আবার ইতিহাস 

সত্তর সংগ্রামের বাংলার ভিটেমাটি আবার জনরোষে ফুটছে। 

.

ক্যাসিনোতে সাজানো বাসর

সুযোগসন্ধানী মুখগুলো ক্রমশ মশগুল নিজেকে প্রমান করায় ,

কচ্ছপ আর মানুষের দৌড় 

কে জিতবে বলে গেছে ঈশপের পাতায় নীতিজ্ঞান। 

মোটিভেশানে আড়ালে ইতিহাস সাক্ষী লাগামছাড়া ঘোড়ার দৌড়  

প্রেমিকার স্তন বৃদ্ধিতে বেড়ে গেছে বাজারমূল্য

আসলে সত্যি হলো প্রেমিক সুখ খেয়েছে ,খাইনি বুলেটের সিসে 

তাই তার জিভে আজও লেগে প্রেমিকার যোনির স্বাদ। 

.

রিমাইন্ডার 

.... ঋষি 

.

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...