Sunday, June 25, 2023

ক্রমশ বিপরীতে

 ক্রমশ বিপরীতে 

... ঋষি 


তোমার প্রসাধনী রাখার জায়গায় কবিতাগুচ্ছ 

সারা ঘর ছড়ানো তোমার পুরনো কিছু আফসোস ,

মাথার ক্লিবগুলো ,প্রিয় পোড়ামাটির গলার হারগুলো বড় অবহেলায় 

তুমি আয়নার দিকে তাকাচ্ছো ,

ফুরিয়ে যাচ্ছো 

ক্রমশ তোমার গলার স্বরে কান্নার ছোপ 

অবশিষ্ট জীবন। 

.

ছাদে জল শুকোবার তারে

ভিজে লজ্জা বস্ত্রগুলোকে সেঁটে রেখেছে,

অনবরত রক্তক্ষরণের মতো টিপটিপ করে মাটিতে গড়াচ্ছে 

লজ্জা ,

তুমি চিৎকার করে উঠলে 

তোমার স্বরতন্ত্রের সেই কণ্ঠটা চিনতে পারছি না 

.

সব কেমন গুলিয়ে উঠছে 

আমার সেই প্রথম দেখা দুরন্ত পারফিউম ভেজা গ্রীষ্মের দুপুর ,

সমস্ত অভিধানের হিসেবের বাইরের মেয়েটাকে  

পাচ্ছি না 

দেখতে পাচ্ছি না 

ভাবতে পারছি না ক্রমশ আমার গল্পে কোনো এক অচেনার বাস।

সব কেমন ভেঙে পড়ছে চারপাশে 

হাজারো দুর্গ ভেঙে জিতে যাওয়া জীবন 

আজ স্মৃতির রোমন্থনে ,

সামনে খোলা দরজা দিয়ে দেখতে পাচ্ছি হেঁটে যাচ্ছি আমি 

আমার পাশে সেই মেয়েটা 

কিন্তু ক্রমশ একে ওপরের বিপরীতে 

কষ্ট হচ্ছে 

আটকাতে পারছি না।  


No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...