Saturday, June 3, 2023

সত্যি কি মিথ্যা

সত্যি কি মিথ্যা
..ঋষি 

আমরা কি সহজে নিজেকে মিথ্যা বোঝাই 
পারছি না, আর পারছি না 
ভালো লাগছে না আর
সত্যি কি তাই? 

এই মুহুর্তে একটা বিলাসবহুল মলের আটতলায় দাঁড়িয়ে সেলসে কাজ করা ছেলেটা ভাবছে 
আর পারছি না,ভালো লাগছে না আর,
একজন গৃহস্থ মহিলা প্রতিদিন স্বামীর হাতে মার খেয়ে কিংবা অপমানিত হয়ে ভাবছে
ভালো লাগছে না,
এইবার মরে যাওয়াই ভালো, 
কোনও চাকরী না পাওয়া যুবক তার প্রেমিকাকে হারিয়ে এইমুহুর্তে  ভাবছে
ভালো লাগছে না, 
সত্যি কি তাই? 
.
একটু ভাবুন তো আমরা কি নিজেকে মিথ্যা বলছি না
আমরা কি সকলেই সত্যি পরিস্থিতির সাথে সমঝোতা করছি না
আমরা কি সকলেই সমাজ আর সময়ের কাছে মাথা নিচু করছি না
মেনে নিচ্ছি না বহু পুরাতন আমাদের পুর্বপুরুষের শেখানো সময়ের বুলি।
আমরা ভয়ের কিংবা সময়ের কাছে মাথা নিচু করার বদলে
 " পারছি না"র বদলে ঘুরে দাঁড়িয়ে  বলতেই পারি 
বেশ করেছি,মানছি না
মানবো না
থাকবো না,,,,,,,,,,  এইবার বাঁচবো, 
সত্যি কি আমরা নিজেকে মিথ্যা বলছি না? 






No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...