Wednesday, June 7, 2023

ভিতরের ঘরটা ফাঁকা


 ভিতরের ঘরটা ফাঁকা 

... ঋষি 


জঞ্জাল সরাবার প্রস্তুতি আজ বহুদিন নিয়েছে মানুষ 

অথচ বাড়তে থাকা আবর্জনার স্তূপে মানুষগুলো হারাচ্ছে ক্রমশ ,

সর্বাঙ্গ মঙ্গল কখনোই সম্ভব নয় 

সম্ভব নয় এক কাপ চায়ে চিনির বদলে নুন গোলা 

কিন্তু সম্ভব ছিল মানুষের জ্বলে ওঠার 

অথচ মানুষগুলো পুড়ছে ঠিক ,কিন্তু কই জ্বালাতে তো পারছে না ? 

.

মানুষের ক্রোমোজোমে জমে থাকা সার্ভে বলে উপস্থিতি 

আর তার কারণ মেরুদন্ড,

অথচ দেওয়ালে হেলান দিয়ে শব্দমালা কবিত্বে বিকোনোর মতো 

মানুষের অনুভূতিগুলো সব মৃত ডেস্কটপে প্রজাপতি সেজে

হেসে বেড়াচ্ছে 

চড়া মেকাপে সেজে খুশির খেলনায় । 

.

অন্তস্থ দহন সেখানে

ভিতরের ঘরগুলো ফাঁকা থেকে গেলো 

ভিতরের সময়টা একলা জানলায় দাঁড়িয়ে 

অথচ নিখুঁত অভিনয় 

নিখুঁত সাজার প্রচেষ্টায় অনুভূতিগুলি বিক্রি হয়ে গেলো। 

মানুষের আগুন আবিষ্কার যেদিন এক সভ্যতার দরজা খুলেছিল 

সেদিন থেকে মানুষ বুঝে গেছিল জ্বলনের যন্ত্রনা 

অথচ সব বদলালো 

আগুনের রূপের পরিবর্তন হলেও 

মানুষগুলো  আগুন ছিটোতে পারলো না 

সত্যি বলতে পারলো না 

শুধুই নিজের মৃতদেহ সৎকার করে দিন কাটাতে শিখে গেলো। 

  


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...