Wednesday, June 28, 2023

তথাস্তু

 তথাস্তু 

... ঋষি 


আকাশের ইতিহাস থেকে অর্ধেকটা কেটে নিলাম 

একটা ফানুস রঙের স্বপ্নের প্যাকেজে তোমাকে পাঠালাম ,

আকাশের  আবর্তন বিবর্তন অনুবর্তনে এতোটাই ভারি হয়ে গেছে যে

স্বপ্নগুলো পৌঁছলো না তোমার কাছে ,

হাজারো ভালোবাসার স্বপ্ন আর জখমের জ্যামিতিক দাগ নিয়ে

ঈশ্বর যখন  জলের ধারে জড় হয়ে বসেন 

খুব সম্ভবত তখন তিনি হাসেন ,শুধুই হাসেন

আর বলেন তথাস্তু। .....অপেক্ষা। 

.

যদি আবারও তোমার জানালায় বেনারসি রিং টোনে বৃষ্টি ডাকে 

অতীব সাবধানে পুরোনো সময়ের স্টিকারটা পড়ে নিও, 

একটা ক্লান্ত নিয়ম যখন ক্রমশ বাতিল বৃষ্টির মতো ঘ্যানঘ্যানে 

তখন একটা  ওয়াটার প্রুফ ঘড়ি তুমি পড়ে নিও। 

প্রগাঢ় সিঁদুরিক আইডল, কি ই বা লিখবো তোমাকে?

মেহেরবা, দিলরুবা , বেহতরিন ,ভাষা কম পরে 

বুক কাঁপতে থাকে 

ভালোবাসা প্রমানের খাতায় চিরকাল ফেল মার্ক্স্ আনে

সব স্বপ্নগুলো নীল প্রজাপতি উড়ে যায় পাথরের বুকে  

হয়তো তুমি এসে জীবাশ্ম দেখবে কোনোদিন

ঈশ্বর আবারও বলবেন সেদিন তথাস্তু 

শুধু এইটুকু 

এইটুকু অপেক্ষায় ।  

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...