Wednesday, June 28, 2023

গোলাপ দিয়ে সাজানো


 


সবাই শূন্য শূন্য বলে 

কিন্তু শূন্যের মধ্যেও কিছু একটা থাকে ,

বালিচাপা গোলাপ

ল্যাটিচিউড মিলিয়ে দেখি কবে কোথায় পুঁতে রেখেছিলাম

স্মৃতির বিষণ্ণ হাতে উঠে আসে শূন্যতা বটে 

তবু কিছু একটা   ......

.

গল্প, উপন্যাসের টুকরো,  জীবনের গিঁট বাঁধা নীরবতা  

মুখচোরা রাতের ছটফটানি,

স্মৃতির কিছু মুহূর্তের পারফিউম।

জানি কবির ক্লীব কবিতা দেখে দা ভিঞ্চি হেসে ওঠেন

মোনা লিসার ঠোঁটে ধরা সেই গতকালের হাসি। 

আকাশের মুঠোফোনে ফুটে ওঠে শুক্রাণুর শেষ মৃত্যুটুকু 

জানি সেও বাঁচতে চেয়েছিল 

অথচ নামগোত্রহীন ভালোবাসার কোনো নাম হয় না।

ভালো - বাসা জন্ম নয় ,মৃত্যু নয়, বোধহয় কিছু মুহূর্ত

জানি স্থির - অস্থিরতার মাঝে মৃত্যু নয়, সমস্যা নয়, সমাধান নয়

শুধু ভাষারা মরে যাচ্ছে, 

সময়ের কবিতার জন্য নীরব মানুষের অনুভূতি 

নিহত কবিতার কঙ্কাল। 

.

শুধু গোলাপ দিয়ে সাজানো স্মৃতির চিতার ধোঁয়ায় 

মাঝে মাঝে আজও ভালোবাসার মুহূর্তরা ফিরে আসে।  

.

গোলাপ দিয়ে সাজানো 

... ঋষি 

No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...