Monday, August 5, 2024

এক্রেলিক অন ক্যানভাস

ভিনদেশি তারারা তোমার ভিতরে মায়াজাল আঁকে
অক্ষরের গভীরে এক নির্ভুল ম্যাজিকে 
ক্ষয়াটে পুরনো গাছের গুঁড়ি,  লড়ঝড়ে বাস-হাতলে
স্মৃতির জীবনে, কফিহাউস কাপে,রিভার সাইড মলে
বেধড়ক নস্টালজিক হাত বাড়ানো স্মৃতি 
একটাই আইস্ক্রীম স্টিক 
হ্যপি ফ্রেন্ডশিপ। 
.
গল্পগুলো গভীর হতে হতে কখন যেন ভালোবাসা
ভালোবাসার রাংতা মোড়া ডার্ক চকোলেট
নিকোটিন রিং, ঠোঁটের পাশ ঘেঁষা সেই তিল 
মায়ামন্তাজে বেজে যায়, মেঘচুল অভিমানী সুর 
একই বাতাস আকাশ নীল, 
ঠিক যেন 
এক্রেলিক অন ক্যানভাস।
.
আদর খেতে খেতে কখন যে আমি জুলিয়াস সিজার
দেশ বদলাবো ভাবি,ভাবি বদলাবো রাজ্য
কলকাতা থেকে জার্মানি কিংবা ভিয়েতনাম
ভাবি আবার রেনকোট পরবো ভরা বৃষ্টিতে
ccd র কফি ধোঁয়ায় অবাধ যিশুখ্রিষ্ট
শুধু ভিজছে
শহরের কবিতায় শব্দগুলো বিষাক্ত।
.
ইদানীং দু চোখে দু শালিখ খেলা করে আমার উঠোনে
দিনগুলো  শুভকামনায়
সেই সাঁকোর পাশে কোনো এক বৃষ্টি ধোঁয়া রাস্তায় 
তুমি আলো হয়ে হাসবে আবার আমার রিংটোনে,
আমাদের কমন রুম নাম্বার  ৪০ +
অনেক তো হলো
ভালোবাসা তুমি সুর দাও আমি মুসাফির হবো
হয়ে যোবো এক্রেলিক অন ক্যানভাস
ভুলতে না পারা একটা অস্থির স্মৃতি  । 
.
এক্রেলিক অন ক্যানভাস
.. ঋষি 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...