Wednesday, October 30, 2013

RISHI026@GMAIL.COM


### " অবৈধ প্রেম " ###
লেখক : ঋষি
*************************************
শ্রীলেখা আমি বলিনি কখনো
তুমি সুন্দরী ,অপরুপা
আজও বলতে চাই না।

যখন তোমার খোলা চুলে
জোত্স্না ঝরে।
যখন লুকিয়ে দেখা তোমার অনাবৃত বুকে
হৃদয়ের ডাক।
জানো তখন তোমায় ভালোবাসতে ইচ্ছে হয়
ইচ্ছে হয় তোমায় জড়িয়ে ধরি।
তোমার ওষ্ঠে ঠোঁট ঘষে
আগুন জ্বালায়।
সেই আগুনে পুড়তে পুড়তে
আমি শীতল ছাই।

যখন সাত সাতসমুদ্রের বিছানার মেঘে
তোমার প্রেম জড়িয়ে ধরো।
তুমি জানো ,আমি পুড়ে যায়
বরফের ষ্টাটু হয়ে যায়।
আমার নিদ্রাহীন চোখে কুহকের ডাক
আমি তোমায় খুঁড়তে থাকি ,জ্বলতে থাকি।
বড় হিংস্র আমার চোখ
তারপর হৃদয় জানলায় বৃষ্টির ছাট।
আমি মিশে গিয়ে ভাবি
তুমি তো ভালো আছ।

শ্রীলেখা আমি বলিনি কখনো
তোমাকে বলতেও চাই না
আমি তোমায় ভালোবাসি।
****************************************

1 comment:

  1. It's a beautiful poem . But lots of spelling mistake .like " যায় " না হয়ে "যাই "হবে ।

    ReplyDelete

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...