সম্পর্ক(২)
,,,,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আজও সম্পর্ক বানানটা লিখতে পারলাম না
শুধু সময়ের বীজে গাছ তারপর মহীরুহ।
ফল, ফুল, পাতা আরও অনেক
তবু জোনাকী রাতে একলা ভেবে দেখি
কোথাও তো আমি নেই,শুধু উপস্থিতি।
,
তোমার সাথে আমার সম্পর্ক কি চলন্তিকা?
প্রশ্ন করেছি বারংবার,
অন্ধকার না আলো।
নাকি শুধু যে কারণে পুরুষের কাছে আসে নারী
নাকি নারীর উষ্ণতায় ঘুম ভাঙে মহীরুহএর।
সত্যি কি তাই
তোমার আখরোট ঠোঁট,মৃগনাভী গন্ধ,পরম তৃপ্তি।
নাকি শুধু ইশারা কোন দেবতার
ঘুম ভাঙা প্রথম আলো আমার দুচোখে।
,
আজও বুঝতে পারি নি কে তুমি চলন্তিকা?
সত্যি এইকি তোমায় না জানলে হলফ করে বলতে পারি
আমার নারী চেনা হত না।
শুধু একলা দাঁড়ানো মহীরুহ যে আকাশের তলায় ছিল
সে আজ তোমায় জেনে আকাশ ছুঁতে শিখেছে।
Sunday, June 17, 2018
সম্পর্ক(২)
Subscribe to:
Post Comments (Atom)
এলিয়েনেশন
বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment