Thursday, June 14, 2018

কবিতায় নারী

কবিতায় নারী
,,,,,,,,ঋষি
,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কতগুলো প্রশ্নচিহ্ন রেখে গেলি নিরালায়
অভ্যেসে তুই, অনুভুতিতে তুই,আশ্রয়ে তুই আর প্রশ্রয়েও।
আচ্ছা অভ্যেস যদিও বদলে যায়
কিন্তু অনুভুতি সে তো ইশতেহার যে আমি বেঁচে।
আশ্রয় আর প্রশ্রয়  সে নিরালায় কোন অনুভব
বদলাবে কি করে।
,
তোর কথা লিখতে গেলে একটা শতাব্দী ছোট লাগে
মনে হয় কোন আদিম সৃষ্টির রোগ।
কোন হরপ্পার প্রাচীন আবিষ্কার
হারিয়ে যাওয়া এক সভ্যতা যা শুধু আঁকড়ে থাকা ইতিহাস।
কিংবা সেই অহল্যার চিৎকার
যা শুধু আদিম পুস্তকের স্মরনীয় ইতিকথা।
তোকে লিখে চলেছে কত কবি,কত সাহিত্যিক
তোকে এঁকে চলেছে হাজারো শতাব্দী একলা খাজুরাহ।
শুধু সময়ে প্রকোপে তুই বদলাস।
কখনও আশ্রয়,কখনও প্রশ্রয়,কখনও প্রেম,কখনও ঘৃণা
কিন্তু জটিল অনুভবে।
,
চিরকাল একটা প্রশ্নচিহ্ন
নিরালায় পুরুষের বুকে ভিন্ন আঙিনায় আসীন কোন কবিতা।
তোর আলোকিত মায়াময়ীরুপে লুকোনো সংসার
আশ্রয়, প্রশ্রয়, সৃষ্টি,অনুভবে যেন পৃথিবীর বাঁচা।
আমার কি সাধ্য আমি তোকে লিখি
তবু আমার অনুভবে নারী তুই একলা একটা কবিতা।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...