Wednesday, June 13, 2018

তোর জন্য

তোর জন্য
,,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তোর মধ্যে অনেকটা বিস্ফোরোন আছে
জমা রোগ।
আছে বারুদ আর দেশলাইয়ের আগায় থাকা অভিমান
পুড়ে যাওয়া।
অনেকটা না পাওয়া যখন শুকনো গোলাপ
নিরুপায় অভিব্যাক্তি।
,
এবার যখন দেখা হবে ধার দিস তোর বুকের ধুকপুকটা
বন্য আগুন যেন দাবানল
সেই আগুনে পুড়ে একবার বুঝে নিতে চাই
ঠিক কতটা একা হলে তোর মত হওয়া যায়।
তোর ঠোঁটে মুখে লুকোনো বিরক্তি
লুকোনো আগুন তোর আয়নায় আজকাল পুড়তে থাকা।
আর আমি সামান্য নাবিক
যে শুধু সমুদ্রের জল দিয়ে সময় ধুয়ে চলেছে।

এই কবিতা শুধু সাক্ষী তোর একা থাকার
আর আমার তোর ভালো চাওয়ার।
,
তোর মধ্যে অনেকটা ছেলেমানুষি আছে
অন্য হাওয়া।
তোর মধ্যে অনেকটা বাঁচা বাকি আছে
একলা হওয়া।
আর আমার মধ্যে ভীরু,কাপুরুষতা
যা তোকে লুকিয়ে বলা।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...