এক কবি
,,,,,ঋষি
,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমি এক কবিকে রোজ দেখি একলা হাঁটতে
পাশে ঝোলানো শান্তিনিকেতনি ব্যাগ, যাতে একগাদা ইচ্ছে।
কবি স্বপ্ন দেখে স্বাধীনতার, সত্যি মানুষের
স্বপ্নে সে প্রতিদিন শহরটাকে বদলাতে চায়,বদলাতে চায় সময়কে।
হটাত মাঝরাত্রে ঘুম ভেঙে শোনে বরফ ভাঙছে
প্রতিবাদ এগিয়ে আসছে যেন দাবানল, সমাজকে পোড়াবে।
,
কবির পায়ে ছেঁড়া চটি
সাক্ষী এই ধুলোর শহরে প্রতিদিন পথের সাথে বোঝাপড়ার।
কবির পকেটে চারমিনার
কবি একরাশ ধোঁয়া আকাশে উড়িয়ে প্রেমিকার মুখ ভাবে।
সে অবাক চোখে ভালোবাসা খোঁজে এই শহরে
এত বাড়িঘর এই শহরে,অথচ ভালোবাসার বাড়ি কই এখানে?
কবির নদীর পাশে একলা গিয়ে বসে
লিখতে চায় বাঁচার কবিতা, কাগজের পর কাগজ, তারপর আরও।
কবি দেখে কবিতার পাতায় ফোঁটা, ফোঁটা রক্ত সময়ের
কবি হতাশ হয়ে বাড়ি ফিরে আসে।
,
আমি এই শহরের এক কবিকে চিনি
যে বাঁচার স্বপ্ন দেখে,স্বপ্ন দেখে ভালোবআসার শহরের।
আজ ঘুমহীন চোখে কবিতা লিখছে কবি
একি, এ তো কবিতা নয়,মৃত্যুকে খোলা চিঠি।
কবির কবিতার খাতা রক্তে ভাসছে, ক্রমশ অন্ধকার
তবুও কবির চিঠির শেষ লাইনে প্রিয়তমা ভালো থেকো।
Sunday, June 3, 2018
এক কবি
Subscribe to:
Post Comments (Atom)
অসহায়তা
অসহায়তা ... ঋষি . আমার আজ বহুদিন কবিতা আসছে না না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা চারিদিকের আ...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment