সখী ভাবনা কাহারে বলে
,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
চলন্তিকা শান্তিনেকেতনে গেছো তুমি
আরে লাল মাটির দেশ,রবিঠাকুর,তাল গাছ।
তুমি হাসলে মুখের দিকে তাকিয়ে
গেয়ে উঠলে সখী ভাবনা কাহারে বলে,সখী যাতনা,,,।
শেষে বললে মানুষটা যে ঠাকুর হয়ে গেছে
তাকে চিনবো না।
,,
আমি প্রশ্ন করলাম তুমি কতটা চেনো আমাকে
উত্তরে চলন্তিকা আবার গেয়ে উঠলো রবিঠাকুর
না চাহিলে যারে পাওয়া যায়,না চাহিলে,
বড় অদ্ভুত।
তুমি বললে রবিঠাকুর আর তোমার মাঝে বিস্তর দূরত্ব
কিন্তু একটা মিল আছে,,,,কবিতা।
আমি ফস করে সিগারেট জ্বেলে বললাম যা তা
কোথায় রবিঠাকুর কোথায় আমি?
তুমি আমায় জড়িয়ে ধরে কানে কানে বললে রবিঠাকুর যে সকলের
কিন্তু তুমি যে আমার কবি।
ঘুম ভেঙে গেলো,,,,,,
,
চলন্তিকা এইবার একবার তোমার সাথে শান্তিনিকেতন যাবো
তুমি যাবে তো?
আমি জানলার বাইরে তাকিয়ে দেখি অন্ধকার রাত
পড়ার টেবিলে খোলা কবিতার খাতা।
আমি জানি না তুমি শুনতে পারছো কিনা চলন্তিকা
কিন্তু আমার কবিতা তুমি আজও লুকিয়ে পড়ো।
Saturday, June 16, 2018
সখী ভাবনা কাহারে বলে
Subscribe to:
Post Comments (Atom)
অসহায়তা
অসহায়তা ... ঋষি . আমার আজ বহুদিন কবিতা আসছে না না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা চারিদিকের আ...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment