বেরঙ
,,, ,,, ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কি হবে যদি এইমুহুরতে তুমি আসো
সামনে পড়ে থাকা আসন্ন নতুন সকাল,নতুম দিগন্ত।
আজ কি বৃহস্পতিবার
এখন তো রাত, বৃষ্টি পড়ে নি আজ, থ্যেতলানো চাপা গরম।
পুরনো বালিশ আগলে আকাশের সিলিঙ এ রুপকথারা
যেন শৈশব হাতড়ানো তুমি।
,
কি হবে যদি তুমি এই সময়য় বাড়াও তোমার হাত
আমার আগুনের পাশে বসে দিন যায়।
উঠে বসি,জানলার কাছে গিয়ে বসি
আকাশের চাঁদে অজস্র দাগ,যেন দাগী আসামী।
সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পুরনো কবিতার পাতা
তুমি তো হাজারবার চলন্তিকা এসেছো আমার কাছে
আমি শুধু পুড়েছি কবিতার খাতায়।,
,
কি হবে এই মুহুরতে যদি তুমি আসো
অন্ধকার নিস্তব্ধ শহড়ে আজ শুধু পড়ে থাকা শোক।
মৃত শতাব্দী , মৃত আমরা কফিনে ঢাকা আভরন
শুধু কিছু আশা লুকোনো ভালোবাসা।
পুরনো কিছু ক্যানভাসে ফিকে হতে থাকা জীবনলিপি
সবকিছু বাসি হয়ে যায় শুধু মুহুরতো ধরে বাঁচা।
Thursday, June 14, 2018
বেরঙ
Subscribe to:
Post Comments (Atom)
অসহায়তা
অসহায়তা ... ঋষি . আমার আজ বহুদিন কবিতা আসছে না না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা চারিদিকের আ...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment