মুসাফির
,,,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ছোটবেলায় ঘর ছেড়েছিলাম একদিন
আজ আবার তোমার জন্য ছেড়েছি।
সহাস্য বেদুইন
যেমন ঘর ছাড়া মুসাফিরের খোঁজের কোনদিন শেষ নেই
তেমন তোমার তল পাই না খুঁজে।
,
এ শহরে সভ্যতা খুব সচেতন
অথচ জানো চলন্তিকা এ শহরে ভালোবাসার ঘর নেই।
এ শহরে গড়িয়ে নামা ঘামের পরে হয় তো বৃষ্টি আসে
কিন্তু শুকনো শহর তৃষ্ণায় চিরদিন।
এ শহরে উৎসব খুব নিয়মিত
কিন্তু তালহীন সুর যেমন কানে লাগে, উৎসবের আনন্দ তেমন দিশাহীন।
আর আমি ঘর ছাড়া মুসাফির
যার শুধু বাঁচার রোগ, রোগ পাগলের মতো তোমাকে ভালোবাসার।
,
ছোটবেলার সেই ঘর আজ কবিতা
আর বাঁচার রসদ শুধুই তোমার কবিতা।
সহাস্য বেদুইন
যেমন বেদুইনের হারাবার লোভ হাজারো শহর
ঠিক তেমন আমার খোঁজ তোমার অতল গভীরতা।
Sunday, June 24, 2018
মুসাফির
Subscribe to:
Post Comments (Atom)
অসহায়তা
অসহায়তা ... ঋষি . আমার আজ বহুদিন কবিতা আসছে না না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা চারিদিকের আ...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment