অদ্ভুত
,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তোমার ঠোঁটে একবিন্দু জল
নিরুদ্রপ এক মৃদু স্পন্দন আমার বুকের দেরাজে।
ওঠা নামা সেই অদ্ভুত শীৎকার
মুহুর্তের ছবি জড়িয়ে নিচ্ছে বুকের খাদে ইচ্ছেদের খিদে।
ক্রমশ স্ক্রল করছে জীবন আরও নীচে
এই সন্ধ্যের বাতাসে লেগে তোমার শরীরের গন্ধ।
,
মুহুর্ত জড়িয়ে বেচেঁ থাকা
কেন যে সহজ জীবন আকাশের মতো হয় না।
কেন যে পথ চলতি জীবন খুঁজে ফেরা
কেন যে অপদার্থ বাঁচা স্বপ্নের মতো হয় না।
পথ চলতে চলতে জীবন শেষ হয়ে যায়
কেন যে তৃষ্ণা বুকে মানুষ মরে যায়।
মুহুর্তের স্পন্দন
বৃষ্টি আসে শহরের দরজায়, আলুথালু তুমি যেন বৃষ্টি
কিছু বলতে চায় শহর
অথচ চুপচাপ মুহুর্তের ভীড়।
,
তোমার চোখে গভীর কাজল
অনিদ্রার চোখে আমার গভীর কোন সুড়ঙ্গ।
আরও প্রাচীন করে চাওয়া
শরীরে জড়িয়ে থাকা শ্যাওলা মাখা দাগ।
দাগ হয়তো উঠে যায় সময়ের হিসেব
কিন্তু থেকে যায় মুহুর্ত আর খিদে না পাওয়া।
Saturday, June 30, 2018
অদ্ভুত
Subscribe to:
Post Comments (Atom)
অসহায়তা
অসহায়তা ... ঋষি . আমার আজ বহুদিন কবিতা আসছে না না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা চারিদিকের আ...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...
No comments:
Post a Comment