Monday, November 1, 2021

তিতুমীর

 


তিতুমীর 

... ঋষি 

একই শহরে, একই আকাশের নিচে আছি 

অথচ এই শহরের মুখোশের মেলায় তোমাকে হারাচ্ছি রোজ । 

সকাল হচ্ছে 

সূর্যের প্রাপ্তির সাথে তোমার মাঝে নতুন আলো 

আমি সংবিধান খুলে খোদাই করছি 

ভুল মুখস্থগুলো। 

.

সময়ের প্রাপ্তি ছিল ,ঢাল ,তলোয়ার আর দুর্গ 

অথচ নড়বড়ে গঠনের কোনো এক আলাপচারিতায় 

আমি তিতুমীর ,

নির্ভুল কিছু শরীরের গঠন 

ভুল  কিছু সঙ্গমের ৫১ পর্বে লেখা আমার প্রেমিক শরীর 

শুধু কবিতায় নারী তুমি সুন্দরী প্রেমিকা। 

.

অযথা মুখোশের শহরে 

রকমফের কিছু চকোলেট বিকেল তোমার  উপস্থিতি ধন্য করে যায় 

কানে কানে বলে যায় 

তুমি আছো ,আমি আছি তাই ,

আর তারপর 

একই শহর ,একই আকাশের তলায় ভিন্ন মুখোশের মেলায় তোমায় খোঁজা। 

একটা নিয়ম  

শুধু একটা নিয়ম সূর্য ডুবে যাওয়ার সাথে নির্ণয় করে 

কাল আবার একটা দিন। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...