Friday, November 26, 2021

অনুভূতির পাথর

 


অনুভূতির পাথর 

... ঋষি 


পৃথিবীর সবথেকে দামি পাহাড়টা আমি ছুঁয়েছি 

পোশাকের ভিতর ,পোশাকের বাইরে সবটুকু ছুঁয়ে বুঝেছি  

সময় আসলে অস্থির পাঁজরের টুকরো 

যেখানে আঘাতের পর আঘাতে বেসামাল পাথর তৈরী হয় 

তৈরী করে  মৃত অনুভূতির পাহাড়। 

.

যখন সমস্ত চিঠিরা নিজের ঠিকানা মুছে ফেলে 

তখন মেইলবক্স বাউন্সব্যাক করে 

যখন সমস্ত ফ্রেম অদৃশ্য হতে থাকে 

তখন  নিজের অজান্তেই মৃত সম্পর্কেরা কথা বলে ,

অদৃশ্য মেরুতে সেই কথোপকথন সাক্ষী রাখে আগামীর 

আসলে পৃথিবী  মিথ্যা তখন। 

.

যখন পৃথিবী তার আশ্চর্য আবর্তনে স্পর্শ অকারণে করে 

ঠিক তখন দূরে কোথাও মানুষগুলো পাথর হয়ে যায় ,

তারপর পাথরের পর পাথর জমে 

শেষে কখন যেন পাহাড় 

সে যে অনুভূতির পাহাড়। 

তবে কি পাথর বীতশোক? নাকি এক পাথরের মতো লোক

ক্রমশঃ ডুবতে থাকে পাথরে পাথরে

কান্নার শব্দ 

হাহাকার 

নিরাকার 

অনুভূতিরা যে পাথর তখন। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...