Wednesday, November 10, 2021

লোহার শহর

লোহার শহর 
.. ঋষি 
অনেকটা ছুটি পাওয়া গেলো
কিন্তু মুশকিল হলে ছুটির শহরে আমি স্পর্শিল বাসিন্দা, 
নিত্য ছুটোছুটি
তোর আদর রঙের শহর, 
আর আমি  বোবা কামার যে লোহা পিটাচ্ছি দিনরাত 
লোহার শহর গড়বো বলে। 
.
ইতিহাস সাক্ষী ভাস্কর্য  চোখ টানা বিছানা 
কালো রঙের কবিতায় প্রতিবাদ দীর্ঘজিবী হোক, 
এই কবিতা কখনো পৌঁছবে তোর কাছে 
ঈশ্বর জানে বুকের ভিতর মরুশহরে 
জল জীবন 
বেঁচে থাকা জীবন। 
.
তিন মিনিট তেত্রিশ সেকেন্ড 
তারপর ছুটি আর হাইওয়ে 
এক কাপ বড় ভাঁড় চা, পায়ের কাছে লুটিয়ে থাকা  কুকুর
কিছুটা ক্লান্তি 
এ যেন ছুটির ঘন্টা বেজে গেলো। 
একটা কবিতা এমনি কোন চৌরাস্তার মোড়ে ঈশ্বর খোঁজে
লাইটপোস্টের চঞ্চল আলো কিছুতেই বোঝে না
অন্ধকার সত্যি 
আর ঈশ্বর ছুটির কবিতায় সময় খুঁজতে থাকে 
লোহার শহরে যদি হৃদয় কথা বলে।



No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...