Friday, November 12, 2021

কেন

 


কেন এত কথা বলো সারাক্ষণ? 

কেন এত মিশে থাকো সারাক্ষন 

এত গাঢ় বিশ্লেষণ ,

                এত বোধ ,

                               এত সংশয়  

দাও অন্ধকার,পরম স্তব্ধতা

দেও এক মানুষ জন্ম আলোর যোনিতে। 


... ঋষি 


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...