Thursday, November 11, 2021

উড়ন্ত খৈ

 


উড়ন্ত খৈ 

... ঋষি 


উড়ন্ত  খৈ 

পড়ন্ত  বিকেল 

মৃত্যুর সাথে দেখা ,হে ঈশ্বর কবিতা শব্দ নয় 

অনেকটা জীবনের মতো দেখতে,

শুনে  রাখো হে সভ্যতা 

এখানে দুঃখ বাঁচে আর আনন্দ মানুষের শব্দের দুঃখ। 

.

শাখা সিঁদুরে , নাগপাশ

        ....বর্ষবরণ , মৃত্যুর রঙে আরো গাড় রক্তের ভূমিকায় 

 সময়ের পেন্ডুলামের মৃত্যুর গল্প । 

সে তুমি তাকে কাহিনী বলো ,বলো উপন্যাস 

শেষ তো লিখতে হবেই 

সে পাহাড় হোক ,সমভূমি কিংবা মরুভূমি। 

.

কার জন্য এই বিদ্বেষ ? 

বিকেল টুকে উঁকি মারা আমার সভ্যতায় ধুলোর কফন

কার জন্য এত দুঃখ ?

মানুষ শুধু পোশাকি নামের একটা জীবন মাত্র 

যার তৃপ্তিতে শয়তানের  বাস 

আর মৃত্যুতে ঈশ্বরের। 

কাকে তুমি ভালোবাসো ? শয়তান না ঈশ্বর 

কার জন্য বাঁচো ?

হাতের আঙ্গুল গড়িয়ে ফুরিয়ে যাওয়া জীবন ,

কি খুঁজছো 

পবিত্রতা ,ধর্ম ,মানসিকতা 

শুনে রাখো হে জন্ম 

মৃত্যুর থেকে বড় কবিতা আর হতে পারে না 

আর জীবনের থেকে  বড় উপন্যাস। 

No comments:

Post a Comment

ভালোবাসার দোকান

ভাবছি ভালোবাসা বিক্রি করবো এইবার মাছের বাজারে,বৌবাজারে,বড়বাজারে  ছোট ছোট প্যাকিংবাক্সে আতর মাখিয়ে ঢালাও সেল  এইবার  স্মৃতি রাখা গোডাউনটার থে...