Friday, November 26, 2021

নীরবতা

 নীরবতা 

... ঋষি 


নীরবতা কোন সময়ের নাম নয় 

নির্জনতা নাগরিক অভ্যর্থনাপ্রাপ্ত একটা বেরসিক দিন ,

অসম্ভব নামের কোনো ভাবনা সময়ের বাতিস্তম্ভে অন্ধকার নেভায় 

প্রাম্ভিক নামের কোনো সফর ছায়া সঙ্গী,

আমি বলি চলন্তিকা 

তোমরা সময় বলতে পারো। 

.

আগুন নিভে যায় 

জীবন কোনো আগুনের দিকে শেষ অবধি মুখ করে দাঁড়ায় 

উত্তাপ বুকের ওমে মনে করায় 

ঋতুপরিবর্তন ,

দিন কাটে ঠিক এই শহরে প্রতিদিনকার ছলনায় ,

..

একটা ভূমিকা দিয়ে পরিচয় শুরু 

তারপর কাঁটা তার পেরিয়ে সময় গিয়ে দাঁড়ায় ভাবনার ঘরে ,

সকলে মাটি খোঁজে অকারণ 

কিন্তু ভাবনার মাটির তল ,সে কি আর পাওয়া যায় ?

আসলে সব অধ্যায় শেষ হয়ে গেলে 

সকলের উপন্যাসের শেষটুকু লিখতে হয় 

কিন্তু উপন্যাসের শেষে  সময় ছাড়া আর কি থাকে ?

উত্তরটা ঈশ্বর লিখেছেন ইতিহাসে 

     তু 

          ন

পাতা। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...