Friday, February 28, 2014

RISHI026@GMAIL.COM

জীর্ণ অর্থ
........... ঋষি

জীর্ণ পাতাগুলো মূল্যহীন প্রেমে
কিছু অহংকার ঝরে শীতের দিনে।
কিংবা ,কিংবা
যখন বৃষ্টি পরে নোনতা বৃষ্টির জল
চোখে টলমল ,বড় মায়াময়ী।
বড় সুন্দর দুচোখের তৃষ্ণা
বড় সুন্দর মায়ার জীবন।
প্রেম ,প্রেম ,প্রেম
ঝরে পরে প্রেমে তৃষ্ণা।

প্রেম শব্দের মায়ায় হৃদয়ের ঢেউ
প্রেম শব্দের ছায়ায় অন্ধকারে কেউ।
যারা আসে যায় ,তারা জানে
প্রেম এই নুড়ি শব্দের মানে।
যে পায় ,যে পায় না
সিম্ফনির সুর সবার প্রাণে।
এ এক অলীক গাঁথা স্বপ্ন স্পর্শ
এ এক হৃদয়ে ফোঁটা করুন ব্যথা
এ হলো হৃদয়ের শঙ্খ চিলের দর্প। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...