Monday, February 17, 2014

RISHI026@GMAIL.COM

মুহূর্তদের আবর্তনে
............ ঋষি

মুহূর্তদের আটকে রাখতে হয়
জানি ,তবে পারি না ।
খোলা পথের উপর ছন্নছাড়া রৌদ্র
আগলে রাখবে
ধুর সরে সরে যায়
কি ধরবে আর কাকে আগলাবে ।

শ্মশান কাব্যের পাতায় পাতায় বিষ
মুহূর্তদের আনাগোনায় উৎপন্ন মৃত শব ।
কত বুনবে কত আগলাবে
শতাব্দীর আগুনে আহূতি দি
অশ্বমেধের ঘোড়া কেন আটকাবে,কিভাবে ।

এপারে জয় ওপারে পরাজয়
মাঝখানে ভীত জীবন খাবি খায় ।
কাকে বলবে ,অন্তরে অনাহূত আবর্তন
সত্যি ,মিথ্যা দুর্বিপাকে
এ জন্মের পাপ পরজন্মের গায়ে ।

মুহূর্তদের ভীড়ে আটকানো নাভিশ্বাস
কিছুটা বিশ্বাস ,কিছুটা আশ্বাস ।
অবস্থান দুপক্ষের বন্ধুত্বপূর্ণ
কাকে রাখবে ,কাকে সরাবে ।
জীবনের পথে দাঁড়ানো তুমি আমি
হাসির আড়ালে শুধু কাঁদতে থাকবে ।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...