Friday, February 7, 2014

rishi026@gmail.com

হায় প্রেম
........... ঋষি

প্রেম,প্রেম ,প্রেম
আঠালো প্রেম ,রক্তাক্ত প্রেম ,ক্লেদাক্ত প্রেম ,স্মৃতির প্রেম।

কি আছে বলুন তো ?
ফুটপাথে অগ্নিশিখা মনুষত্বের বলি।
সকালের সূর্যে সৌর্য্য ঝরে
ঘামের সাথে কামের কি কাজ
কি করি বলুন তো ?

প্রেম,প্রেম ,প্রেম
এই প্রেম শব্দের মানে খোঁজে ডারউইনের বাদর।
এই প্রেম শব্দ খুবলে খায় সভ্য মানুষ
শরীর আর মিডিয়ার সাথে কেমন আঠা ভাব।
কিছুটা প্রেম বোধহয় উপছে পরে চোলিকে নিচে
কিছুটা উপছে পরে অভুক্ত চাঁদের গায়ে,
আঁকিবুকি টানে লোভ।

বোধহয় অভিধানে একটা মানে
শরীরের গভীরে অন্ধকার পায়ে।

প্রেম,প্রেম ,প্রেম
কফিকাপে উপচে পরে কিংবা ভাঙ্গা গঙ্গার পারে
হেলান দেওয়া শরীরে উপচে পরে।

সময়ের কথা লেখা হয় নোংরামির গায়ে
হায় প্রেম ফুরিয়ে যায় ,, পা হরকায়।
হামাগুড়ি দিয়ে লজ্জায় মুখ লোকায়
কি জানি সবার কথায় কথায় প্রেম প্রেম পায়। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...