Sunday, February 23, 2014

RISHI026@GMAIL.COM

অর্থহীন ম্যাজিক শব্দ
............... ঋষি

কিছু কথা ,কিছু শব্দ যেগুলো আছে
অথচ অর্থগুলো পরিষ্কার নয় সবার কাছে ।

ধরুন না প্রেম শব্দটাকে
কিভাবে বোঝাবেন এই শব্দটা ।
কাছে  থেকে, না থেকে প্রেমে পরা যায়
ভালবাসি বলে ,না বলে
প্রেম করা যায় ,অদ্ভুত না ।

আসলে প্রেম শব্দটা একটা স্পর্শ মাত্র
যার অস্তিত্ব আছে অথচ একটা ম্যাজিক ।

আবার ধরুন কষ্ট শব্দটাকে
কিভাবে অর্থ করবেন এর ।
ইচছা বা অনিচছাই কষ্ট থাকে
কখন কে কিভাবে ভোগে তাতে
যার হয় সে জানে ,অদ্ভুত না ।

আসলে কষ্ট শব্দটা  হৃদয়চিত একটা স্পর্শ
যার অস্তিত্ব আছে অথচ আর একটা ম্যাজিক ।

এমন তো বহু শব্দ আছে
যার স্পর্শ আছে অথচ অর্থ নেই ।
যার সৃষ্টি আছে ,আমৃত্যু ধ্বংস নেই
অভিধানে দেখো হাজার মানে
অথচ যাদের কোনও মানে নেই ।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...