Sunday, February 23, 2014

rishi026@gmail.com

সিঁড়ির ওঠা, নামা ,পরা
.............. ঋষি

সিঁড়ি বেয়ে যত উঠতে থাকি
ততোই আমি নামতে থাকি নিজের কাছে।
আসলে মাটির যোনি ছেঁড়া আর্তনাদ
আমি ভুলতে পারি না
ভুলতে পারি না পিছনের মায়া ,মমতা আর প্রেম।

মাটির দুর্বা ঘাসে লেগে থাকা ঘামের গন্ধ
সময়ের আড়ালে লুকিয়ে থাকা মনুষ্যত্ব।
সব কেমন পিছু টানে আমায়
মিশিয়ে নিতে চাই সময়ের পাতায়।
আর তখনি মস্তিষ্কের শুয়ে থাকা লোভগুলো
গুনতে থাকে সিঁড়ি
এক এককে এক ,এক দুগুনে দুই ,অসীম অসংখ্য।
লোভের আকাশে মৃত্যুর হাতছানি
মৃত্যুর সিঁড়ি বেয়ে আমি এগোতে থাকি
অনিচ্ছা আর বাধ্যতার সাথে।

সিঁড়ি বেয়ে উঠতে থাকি আরো উপরে
যেখান থেকে দেখা যায় না মাটি।
পাওয়া যায় না  ভিজে মাটির গন্ধ
সব কৃত্রিমতার সাথে নিজেকে মশিয়ে
আমি তখন মৃত্যুপুরির দরজায়। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...