Wednesday, February 19, 2014

rishi026@gmail.com

মেঘের দেশে
............... ঋষি

আকাশের নীল রঙের ক্যানভাসে আজ মেঘলা ছোপ
বৃষ্টি আসছে দুকূল ভাসিয়ে।
কাদা কাদা পথের উপর পায়ের ছোপ
কিছু আসার ,কিছুটা চলে যাবার ।
সবাই তো আর হৃদয়ের নয়
সবাই তো আর সে নয় ।
কিন্তু কখন যে হৃদয় প্রকোষ্ঠে একটা ঘর বানিয়ে ফেলে
তারপর চলে যায় মেঘলা দিনে একলা করে
মেঘের দেশে ।

আর তখন বৃষ্টি আসে
দুকূল ছাপিয়ে হৃদয়ের ঘরে কত স্মৃতি ।
মিছে আঁকিবুকি,মিছে জমা নোনা জল
হৃদয়ের পথে কাদা পায়ের ছোপ ।
কিছু আসার ,কিছুটা চলে যাবার
চোখের কাজলে নোনা জলের ছোপ ।
কিছুটা বৃষ্টি মেঘের সাথে মিশিয়ে
এইমাত্র সে  চলে গেলো
মেঘের দেশে ।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...