Wednesday, February 19, 2014

RISHI026@GMAIL.COM

স্পর্শ কাতরতা
............... ঋষি

নাভির ভিতরে পদ্ম রাখার লোভটা
আমার চিরকালীন ।
ছোটো বেলায় প্রথমবার যখন তোমায় চুমু খেলাম
তখনও বুঝি নি তোমায় ঠিকঠাক ।
শুধু তোমার স্পর্শে জ্বর এসেছিলো
আবোলতাবোল ভাব পরের কয়েকদিন ।
আর তোমায় বুঝতে কেটেছে আরও বেশ কিছুদিন
তবু বুঝি নি জ্বরের মানে  ।

আর আজকাল তো জ্বর যখনতখন
বিছানার আঠায় চোখ লেগে আসে ।
চোখ লেগে আসে তোমার উষ্ণ স্পর্শে
আমি তো ভুগতে থাকি জ্বরে ।
তবু তোমায় জড়িয়ে থাকি
কারণ জ্বর তো চিরকালীন নয় ।
রোজ ছাড়ে রোজ ধরে
অনেকটা ভাল্লুকের মতো ।

নাভির ভিতরে পদ্ম রাখার লোভটা
আমার চিরকালীন ।
আগের স্বভাব রোজকার অভাব
আরকিছু  নয় ।
শুধু জ্বরটা একি আছে
আসে যায় নিয়মমাফিক তোমার স্পর্শে ।
কারণ স্পর্শটা একি থাকে না
বদলায় হিসেবমাফিক ।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...