Thursday, February 27, 2014

rishi026@gmail.com

প্রেম অলংকার
............... ঋষি

বল্লেই হলো চলে আয়
রাখবি কোথায়
আমার ঘর দোর সব শ্মশানের ছাই।

আমার হৃদয় প্রাচীন বাতিঘর
যে সমুদ্রে পথ তো দেখায়।
কিন্তু নিজের পথ চেনে না
জানে না ভালো থাকার মানে।

আমি এক বিশাল সমুদ্র
আর আমার দূরত্ব তুই মাপতে চাস।
আমি এক আলোর পাখি
আমায়  তুই বন্দী রাখতে চাস।

কোথায় রাখবি কোনখানে ,কোন খাঁচায়
আমি যে অগ্ন্যুপাতের অহংকার।
তুই যদি পুড়তে চাস পুড়তে পারিস
আমি যে তোর স্বপ্নের অলংকার।

বললেই হলো কাছে আয়
প্রেম কখনো কোথাও যায় না
আর শুধু কাছে থেকেও তা হয় না।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...