Saturday, February 22, 2014

RISHI026@GMAIL.COM

ভাঙা মুখ
.................. ঋষি

কয়েকটা টুকরো জুড়ে হৃদয়ের কাঁচা ছবি
একটা মুখ ভেসে ভেসে ওঠে ।
জ্বালা ধড়া ভাঙা বুকে
ঝড় ঝঞ্ঝা পেড়িয়ে তোমার মুখ
কেমন জানি বদলানো রূপ ।

সেই মেয়েটা কাঁচা শরীরে ঢেউ তূলে
বাস স্ট্যান্ডে  বাসের ভিড় ।
সেই মেয়েটা ভালো লাগার গন্ধ ছুঁড়ে
পথেঘাটে ,হৃদয় মোড়ে ।
কখন যে চলে আসে ঘরে
তোমার মুখ আর স্পর্শ তোমার ।

ঘরকন্না ,সুখের বন্যা ,কত আশা
গা ঘষাঘষি এই ভালোবাসা ।
সব নকল ,সব বৃথা
ভেঙে যায় ,ভেঙে পরে ঘর ।
আর টুকরো টুকরো ছবি জুড়ে
এক স্মৃতির কোলাহল ।

কয়েকটা টুকরো জুড়ে হৃদয়ের কাঁচা ছবি
আঁকাবাঁকা মোড়কে রাঙানো তোমার মুখ ।
কেন জানি চেনা যায় না
তবুও  জানতে চাই তোমায় নতুন করে
তোমার শুরু থেকে শেষ আমার নিজের করে ।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...