Sunday, February 2, 2014

RISHI026@GMAIL.COM

মেয়ে মানুষের বেঁচে থাকা
..................... ঋষি

আমি তো রোজ বিক্রি হতে আসি বাবু
মেয়ে মানুষের আবার জীবন।
দিনকাল যা পড়েছে
তাতে পেট চলে না ,
পেট চলে না শুধু ভদ্র তালিকায় থেকে ।
আর আমি তো মেয়ে মানুষ
আমাদের আবার কিসের তালিকা ।
কোন তালিকায় রাখবেন
জন্মের পর তিরী করা বিয়ের জন্য
অনেকটা বিক্রির খাসি ।
তারপর বরের কাছে
বাড়িতে আসা নতুন  দাসী ।
তারপর ছেলের কাছে
থাক বাবু মন খারাপ হয় ।

মেয়ে মানুষের আবার জীবন
তবে একটা কথা বাবু
এটা বুঝি।
যতদিন বিশ্বাস ততদিন নিঃশ্বাস
মানে যতদিন এ শরীর
ততদিন বাজারে দাম আছে ।
আর বাজার সে তো আপনাদের বাবু
আর আমাদের কি ? কৈ মাছের জান বাবু ।
যতোই পেষেন না কেন
মরণ নেই ।
আর এখন তো যমেরও অরুচি
আমি তো রোজ বিক্রি হতে আসি বাবু
আমার আবার কথা
জানেন বাবু মেয়ে মানুষের বেঁচে থাকা ।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...