Sunday, February 2, 2014

RISHI026@GMAIL.COM

সময় কাঁদছে
.....................ঋষি

বিবর্ণ গোধূলির আলোয়
এক মায়ার সিঁড়ি নেমে আসে আকাশ থেকে ।
সময় বলছে ভালো নেই সে
মানুষ কাঁদছে আর কাঁদছে ।

রঙ চটা আকাশের গায়ে নীল প্লাসটার
তার এখানে ওখানে বেড়িয়ে আসা সাদা রঙ
যেন মৃত্যুর কফিন ।
সময় কাঁদছে ,শুনতে পাও তোমরা
সময় কাঁদছে শ্মশানের গায়ে চোখ জ্বালা ভাব,
চোখের জল পড়ছে ।

ঝরে পড়ছে যেন না চাওয়া বৃষ্টি
ফসল পচবে ,পচবে মানুষ আর মানুষের মন ।
ধুর সে তো কবেই পচে গেছে
আর কি পচবে নতুন করে ।

শুধু এখন ভালো নেই সময়
শুধু কাটছে,কেটে চলেছে আলোর থেকে অন্ধকারে ।
দেখো রাত্রি আসছে
সবাই ঘুমিয়ে পড়েছে, নিস্তব্ধ, শান্ত মৃত শরীর
এবার পুড়বে একটু পরে
শুধু সময় কাঁদছে ।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...