Monday, February 17, 2014

RISHI026@GMAIL.COM

এক সমুদ্র
............... ঋষি

কতকটা আদুরে হাওয়ার সাথে
নীল সমুদ্রের ঢেউ মিলে  ...... যে ঝিলমিলে রৌদ্র ।
তাতে তোমাকে রাঙিয়ে
এক সমুদ্র ।

বালুচর , , , আর একঘর প্রেমের বিলাপে
ঊল্টোণো মাঝি নৌকোর  ......... জালে জড়িয়ে ।
আমার একলা আকাশ তুমি
এক সমুদ্র ।

তুমি তো দিয়ে গেছো কত
নিয়েছোঁ  কতটুকু  ............... নোনতা কালি মাখা ।
আমার হৃদয়ের চোখের জল
এক সমুদ্র ।

প্রেম নয় , , , সে তো পরিচয়
পরিচিত চোখের কাজলে ........ মেঘলা নয়নে ।
এক ফোঁটা ঝরে পরা বৃষ্টি
এক সমুদ্র ।

কিছু কথা গম্ভীর আস্তরণে
উথালপাথাল হৃদয়ের স্বয়ংবরে ....... কি আছে রাখা ।
বিশাল নীলের মাঝে
এক সমুদ্র ।

কোথা দিয়ে শুরু করি
শেষ জানি না  ............ উড়ে যাওয়া ঘরছাড়া পাখী ।
উড়ে চলা প্রেম গায়ে মাখামাখি
এক সমুদ্র।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...