Thursday, February 20, 2014

RISHI026@GMAIL.COM

সভ্যতায় আদম আমি
.................. ঋষি

নিজেকে মাঝে মাঝে আদম মনে হয়
ফিরে যেতে ইচছা হয় গভীর আরণ্যের মাঝে ।
আর কত সুপারসনিক সভ্যতা
যার গতিতে লুটিয়ে পরে সভ্যতার মানে ।

খালি পায়ে হাঁটতে  ইচছা করে দূর্বা ঘাসে
থাকতে ইচছা করে অন্ধকার গুহায় ইভের সাথে ।
যেখানে থাকবে অস্তিত্ব আর প্রেম
থাকবে না সভ্যতার বদলান রিমেক ।
শুধু চোখ বোজা শান্তি, শান্তি আর শান্তি
আর ঝকঝকে পৃথিবীতে ইভের হাত  ।

বিশ্বাস করুন আর খাবো না বিষ ফল
ইভের হাত ধরে সৃষ্টি করবো না সভ্যতা ।
যে সভ্যতার গোড়ায় রাখা অন্ধকার
যে সভ্যতার ভবিষ্যতে রাখা ধ্বংস
সৃষ্টি করবো না এমন অন্ধকার সভ্যতা ।

দরকার নেই বিলাসবহুল মনরঞ্জন
দরকার নেই ইঁদুর দৌড়ের সাতকাহন ।
বাঁচার জন্য সুস্থ পৃথিবী দরকার
অলঙ্কার নয় মনুষ্যত্বের অহংকার দরকার ।
দরকার নেই ভণ্ড শিক্ষার আলো
শুধু দরকার একমুঠো শান্তির আকাশ ।

নিজেকে তাই আদম করে আয়নায় দেখি
আমি সভ্য সভ্যতার মোড়কে ।
আয়নার পিছনে চোখ চলে যায়,কাণ্ণা আসে
 আমি যে ভীষণ নগ্ন সভ্য আলোকে ।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...