Wednesday, February 26, 2014

RISHI026@GMAIL.COM

মৃত বিপ্লব
............. ঋষি

কাগজগুলো দুমড়ে মুচড়ে আটকে থাকে
গলার কাছে শব্দ সারি বিপ্লব।
নিস্তব্ধ ,অহংকারী মেঘ যখন শব্দের আকাশে
গর্জে ওঠে কামান মেঘের ডাকে।
এক সুর এক তারা
কে ক্ষুধার্ত ,মানুষ কারা।
আমি বলি কার্তুজ খালি ,আকাশ খালি
মানুষ দাঁড়া।
পায়ের তলায় সর্ষে ভূত
মানুষ কোথায়, মানুষ কোথায়
কোথায় তারা।
শুধু পরে আছে দিস্তে দিস্তে শব্দ
আর শব্দের অহংকার।
আর শোনা যায় কান্নার শব্দ
ক্ষুধার্ত  তারা।
আকাশে মেঘে ঢাকা তারা
আর লোভি হাতছানি শব্দ আর শব্দ
সাধরণ সব জব্দ।
শব্দগুলো কারা
আমরা ,আমরা ,আমরা।
মুখ বোজা কেঁচো সব
দোমড়ানো মোচড়ানো  কাগজ মৃত বিপ্লব। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...