Thursday, February 6, 2014

rishi026@gmail.com

কি অদ্ভুত না
............. ঋষি

কাগজের উপর লেখা আর হৃদয়ের উপর
কয়েকটা শুয়োপোকা হেঁটে চলা হৃদয়ের।
কুট কুট ছারপোকার কামড় মাথার ভিতর
কিছুক্ষণের স্তব্ধতা আর স্মৃতিচারনা
কি অদ্ভুত না।

আসলে স্মৃতিগুলো চুলকানি সব
কিংবা হৃদয়ের উপর দগদগে ক্ষত।
কিছুতেই শুকোতেই চাই না
মানতেই চাই না , ওই না গুলো সব।
বোঝে না কেন জানি না
সব তো ইচ্ছে করলে পাওয়া যায় না
পাওয়া যায় না নিজেকে হারানোর মানে।

কাগজ কুচিয়ে ,কুচিয়ে লিখতে থাকা
টুকরো টুকরো স্মৃতির আঙ্গিনায় সময়।
আর সময়ের পথে হাঁটতে থাকা
এক অলিক যাত্রীর কল্পনা।
আসলে আমরা সবাই বোধ হয়
কষ্টকে ভালোবাসি
তাই রক্তাক্ত কষ্ট ভোলা যায় না।

আর এই ছারপোকার যাতনায় তিড়িং বিড়িং
মন উড়ে চলে যেন জল ফড়িং।
সব বুঝি তবু কিছুই বুঝি না
আর এই বোঝার জন্য ছারপোকার কামড়
কি অদ্ভুত না। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...