Friday, August 9, 2024

সমব্যাথী

পিছনেই বাড়ি  
দৌড় শেষ যেখানটায় সেখানেই তোমার উঠোন
উঠোনে তোমার  তুলসী মঞ্চ,
তুমি ইদানীং ভয় পাও তাই রিংটোনে ঈশ্বরের নাম
আমি  ভয় পাই নিজেকে, নিজস্ব নিস্তব্ধতাকে,
বৃষ্টিতে ভিজে যায় তোমার তুলসী মঞ্চ 
শ্যাওলা জমা উঠোনে আমি ভিজি তোমার খাঁচায়। 
.
তোমার উঠোনে লক্ষ্মীমন্ত গিন্নি বাসন মাজতে মাজতে
ঈশ্বরের সাথে কথা বলেন,কি গো শুনছো
আমি শুনতে পাই চড়াসুরে সাংসারিক শব্দ বিনিময়,
আমি ঈশ্বর  মানি না শব্দের পুজারী
হয়তো অলস বিকেলে জানালার পাল্লা টানতে গেলে দৈবাৎ চোখ পড়ে তোমার আমার উপর
তোমার উঠোনের খাঁচাটাই আমি রয়ে গেছি। 
.
আসলে আমার মায়া-দয়া ভীষন কম 
অনেকে ছেড়ে গেছে, অনেককে আমি ছেড়ে এসেছি
শুধু আকাশ, সেই মুক্তি,
আমি আর জাদুর ভ্রমর চাই না
চাই শুধু রক্ত মাংসের একটা গল্প "সমব্যাথী "।  
রোজ ভাবি নিয়ম করে খাঁচার দিন ফুরোবে এবার
এবার শুধু আকাশ
তবু তুমি দরজা খুললেই মায়ামাখা চোখগুলো
আমি আটকে যাই বারংবার
কিছুতেই আমার চলে যাওয়া হয়ে ওঠে না।
তখন সব অহং গুঁড়িয়ে যেতে থাকে 
আমি শুনতে পাই "মিঠু মিঠু" করে তুমি ডাকছো
মনে হয় এই মুহুর্তটুকুর জন্য আমার অপেক্ষা। 
তখন এক আশীর্বাদ আমার অন্তর থেকে উঠে আসে 
মনে হয় এই ধুলোবালি অবিশ্বাসের পৃথিবীতে "ভালোবাসি" মন্ত্রোচ্চারণের মতো পবিত্র 
আমি জানি না।তবু জানি না...
.
সমব্যাথী
.. ঋষি

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...