Friday, August 9, 2024

কি লিখবো?

হিজিবিজি সম্পর্কের  কিছু শেষ কিংবা শুরুর লাইন
কি লিখবো? 
রাগ অনুরাগে বেহাগের সুর,মাতাল গল্পগুচ্ছ
কি লিখবো? 
এ যেন ছিল রুমাল হয়ে গেল বেড়াল  
পুনশ্চ ফিরে আসা
কি লিখবো? 
.
অস্তাচলে শেষ সূর্যের মত সিগারেট আঙুলে 
আমি পুড়িয়ে চলেছি অগুনতি সংখ্যা,
আগুনের বয়স নেই জেনেও পুড়ে যাওয়া ইতিহাস,
আগুনের গল্পে অনবরত ইনফিউসানে,কনক্লুসন,
যোগ বিয়োগ ছুঁয়ে থাকে শ্যাওলা মাখা পুরানো শব্দ 
       মোড় বদলে বিপরীতমুখী, গুনগুনায়, 
       জীবনমুখী ...কিছু লাইন 
            কি লিখবো ? 
.
একটা দুর্গাপুজো চলে যায় আর একটার অপেক্ষায় প্রহর গোনা, নতুন থিম,বন্যা বা অতিমারি ইত্যাদি 
স্মৃতি বিজড়িত আড্ডায় কিছু রোমন্থন কাশ ফুল
কমরেড মারা গেলেন, বাংলাদেশ তো আছেই
ইস্কুল হাফ প্যান্ট , বাসের ঝুলন্ত হ্যান্ডেল, 
সুনীলের " নীরা ", শক্তিবাবুর " যেতে পারি "
হারিয়ে যাচ্ছে দাঁড়াচ্ছে না শব্দরা কিছুতেই,
তুমি আছো, শহর আছে,রোগ,প্রতিরোধ সব আছে
তবু কবিতা আসছে না। 
.
ডুব দে মন ভাব সাগরে, ফসফরাস হয়ে পুড়ুক রাত  ৷           কবিতার খাতায়,শব্দ আদর
রাস্তায় দাঁড়িয়ে আছি  অপেক্ষায়
…........................ ... নতুন কবিতার 
কষ্ট হচ্ছে,শব্দরা রান্নাঘরে মিক্সিতে শব্দ করছে 
                   কি লিখবো ? 
..

কি লিখবো ? 
..ঋষি

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...