Tuesday, August 27, 2024

স্লোগান

আজ এপিটাফ পড়তে 
এ শহরে প্রতিটা মেয়ের চিতায়,কবরে বিপ্লব এসেছে,
বিপ্লব হলো হিস্ট্রি ডিপার্টমেন্টের সেই ছেলেটা
যে অমর অক্ষরে লিখে চলেছে দিনবদলের গাঁথা। 
বিপ্লব নামে ছেলেটা আসলে ম্যাজিক জানে
সে নিয়মিত লুকিয়ে থাকে মানুষের মনে 
অপেক্ষায় থাকে মানুষের ঘুম ভাঙার।
.
ইতিহাস সাক্ষী বিপ্লব নামের ছেলেটা যদি মানুষের ভিতরে জাগে
তবে জনগন টিয়ার গ্যাস, জল কামান,লাঠি চার্জ
প্রশাসনের নির্লজ্জ রক্তচক্ষু সব প্রয়োজনে অবমাননা করে
রুখে দাঁড়িয়ে  হঠাৎ সত্যি বলে, 
বেধরম মার খেতে খেতেও  চিৎকার করে
সময়ের প্রতিটা সহ্যের জবাব চেয়ে রাস্তায় নামে
অত্যাচারের শেষ দেখে, শেষ দেখিয়ে ছাড়ে।
.
আমি জানি সেই মেয়েটাও আজ একই রাস্তা দিয়ে হাঁটছে 
হাজারো মেয়ের প্রতিকীরূপে হাজারো  যন্ত্রনা কুড়িয়ে,চিৎকার কুড়িয়ে
আজ সেও শ্লোগান তুলেছে 
𝐖𝐄 𝐖𝐀𝐍𝐓 𝐉𝐔𝐒𝐓𝐈𝐂𝐄,
এটা সেই মেয়েটা যে এই শহরে কোনদিন বেলফুল কুড়োতো
আজ তারই অসময়ের না নেভা চিতার আগুনে 
এ শহরটা পুড়ে ছাড়খার
অন্ধকার ধোঁয়ায় দাঁড়িয়ে আজ সাধারণ মানুষ লড়ছে
মানুষের স্বার্থে, মানুষের হাতে হাত রেখে। 
মেয়েটা দেখতে পাচ্ছি সব, ভীষন খুশি সে
তবুও তার চোখের কোনায় জল
মেয়েটার পাশে  দাঁড়িয়ে আজ বিপ্লব নামের ছেলেটা
সেও দেখছে এ শহরটা পুড়ছে
তবুও তারা দুজনেই হাততালি দিচ্ছে আনন্দে
মানুষের স্লোগানে আজ যে শুধুই মানুষ।
.
মানুষের স্লোগান
ঋষি

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...