ক্ষমতা রাখি পরীক্ষাতে আপনাকে ফেল করাবার
ইচ্ছেদের পিছনে দাঁড়িয়ে দরজা বন্ধ রেখেছি বহুদিন
ইতিহাস সাক্ষী, এর আগে করে দেখিয়েছি......
কাম অন রেপ মি
এক মণিপুর ছিল, আবারও কি মণিপুর চান ?
.
উত্তর পাই নি আজও
অন্ধকার আচ্ছন্ন উপরওয়ালা,একে অপরের দড়িতে
টান মারলে সমাচার
তাই বুঝি ভয় ?
সেদিনও মনোরমা মরেছিল চিৎকারে
কিন্তু আজও মণিপুর বেঁচে, বেঁচে মনোরমার মায়েরা।
.
সুতরাং
আবারও বলছি ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে
আবারও বলছি ভারতবর্ষের তিরঙ্গা হাতে
আবারও আমরা মিছিলে সময়ের বুলেটের সামনে।
সব কিছুর সীমা থাকে,
কি ভাবছেন? আপনার ভয়ে প্রতিবাদ মরে গেছে?
কি চাইছেন ? আমাদের মাংস, স্তন,যোনি?
.
বলুন তো চাইছেনটা কি ? আবারও একটা মণিপুর?
নগ্ন তো করেছেন আগেই
এইবার চাইছেন কি? আমাদের নগ্ন মিছিল
কি হলো জবাব দিন ?
আবারও একটা মণিপুর কি দুনিয়াকে দেখাতে চান জানেন তো মনোরমাদের আপনারা ধর্ষন করেছেন
কিন্তু ভুলবেন না মনোরমার মায়েরা কিন্তু বেঁচে।
সুতরাং....... ।
.
কাম অন রেপ মি
ঋষি
No comments:
Post a Comment