Friday, August 30, 2024

কল্লোলিনীর চড়ছে স্বর


           
                     প্ল্যাকার্ডে লেখা সভ্যতা
এগিয়ে চলেছে এশহরে শেষকদিন পায়ে পায়ে মুক্তিতে
                    আজ কুড়ি কুড়িটা দিন 
    রঙ্গতামাশাতে ক্রমশ সরতে থাকা প্রতিটি দিন 
রাতগুলো এ শহরে কাটে সাধারণ মানুষের যন্ত্রনায়,
যারা ঘুমোচ্ছে তাদের ডেকে তোলার দায়িত্বে কুম্ভকর্ণ 
  আর আমরা বন্দী রাবণ সময়ের অশোক কাননে  ।
              "তোমার স্বর  আমার স্বর
               জাস্টিস ফর আরজিকর "
তুমুল হিংস্রতা সারা শহরের ধ্বনিতে আজ প্রতিবাদ
               তবু  ছেলে ভোলানো খেলা 
এক হিজরা সভ্যতার শাড়ির আড়ালে মুখ লুকোচ্ছে
সি বি আই থেকে পুলিশের গঠন তন্ত্রে চামড়ার স্বভাব
আর অভাবের ব্রান্ডিং এ আমরা আবারও  অপেক্ষায়
                   প্রশ্ন আর কত দিন ? 
.

                    এ এক বিস্ময় সভ্যতা
সভ্যতা লিখবো ভেবে গনতন্ত্রের জন্ম খুঁজতে বেরোই
আর বারংবার খুঁজে পাই শোকপত্রে লেখা কামগন্ধ 
                 জানি না আর কত দিন ? 
এসময় বারো থেকে বাহাত্তর নারী স্রোতে ভেসে যাচ্ছে শহর 
                "কল্লোলিনীর চড়ছে স্বর 
               জাস্টিস ফর আরজিকর "
                এ হলো সভ্যতার লজ্জা।
                        মশকরা নয়, 
ইদানীং জনগনের মশারির ভিতর মশাল জ্বলছে
  এ এক আসন্ন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আমরা  
যেখানে ম্যানফোর্স দাপানোর কথা বিছানা বালিশে
  যেখানে ভালোবাসা লেখার ছিল পুরুষ, নারীতে
   সেখানে আজ দলা পাকানো কামগন্ধে ভিতর
          কোটি কোটি অভাগীর হাহাকার 
                         নিরাপত্তা 
                           সন্মান 
                          জাস্টিস
                 ছি ! সভ্যতার লজ্জা।
.
কল্লোলিনীর চড়ছে স্বর 
... ঋষি 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...