Friday, August 23, 2024

তবু কলম থামে না

লিখতে পারাটা একটা অসুখ
ঋক, সাম, যজু, অথর্ব, রামায়ণ, মহাভারত, কোরান 
সব লেখা হলো 
তবু কলম থামে না, 
তোলপাড় সময়ের ভীড়ে বাড়ি ফিরে আসা অগুনতি শব্দরা অস্থির
রোজদিন হতাশারা পেট ভরে খায়, ঘুমোয়, জাগে
তবুও পাখির শরীরে পালক, আগুন লাগা অন্ধকারে চাঁদ
ভালোবাসা বিপ্লব কুড়িয়ে জীবনে বিলাসিতা আনে। 
.
তোমার দিকে তাকাতে ভালো লাগে
মানুষের ভীড়ে তোমাকে খোঁজাটা সাংবিধানিক অভ্যেস
হয়তো তাই আমার অকারণে বৃষ্টিতে ভেজাটা প্রতিবাদ
কিংবা অভিমান হয়তো।
এ এক বিস্ময় যৌবন 
গনতন্ত্র লিখবো ভাবলেই বীর্যের সন্ধান পাই
আসুরিক কামে আক্রান্ত হয় বারংবার ক্লান্ত ভারতবর্ষ
ইদানীং লজ্জা লাগে লিখতে
তবু কলম থামে না। 
.
লিখতে পারাটা একটা অসুখ
কেন যে লিখি ? 
জীবনের সাপ্লিমেন্টের মত তোমার কাছে ছুটে যাই বারংবার
সত্যি বলি, 
তবু দোষী অভ্যাসে বারংবার দু:খ কুড়িয়ে ফিরি।
হঠাৎ মুঠোফোনটা চমকে বেজে ওঠে
ওপারে এক ক্লান্ত সময় তোমাকে অধিকারে চায়
আমি অপমানিত , 
তবু লিখতে থাকি তোমাকে
লিখতে লিখতে কখন যেন তোমার তলপেটে শব্দরা জন্মায়
আমি আবারও অপরাধী হয়ে যাই। 
.
তবু কলম থামে না 
... ঋষি 



No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...